সতর্কতার অংশ হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদো নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। ইউভেন্তুস সতীর্থ দানিয়েলে রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির তারকা ফরোয়ার্ড এই ব্যবস্থা নিয়েছেন।
দর্শকশূন্য মাঠে গত রোববার ইন্টার মিলানের বিপক্ষে ইউভেন্তুসের ২-০ গোলে জয়ের পর মাদেইরাতে নিজ বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যান রোনালদো।
এদিকে গত বুধবার ইতালিয়ান সেন্টার-ব্যাক রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওই দিনই ইউভেন্তুস এক বিবৃতিতে জানায়, রোনালদো বুধবার দলের অনুশীলনে অংশ নেননি। তিনি তার নিজ বাড়িতে অন্যদের থেকে আলাদা হয়ে আছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরো ইউভেন্তুস দলই আগামী দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে। ফলে আগামী ১৭ মার্চ লিওঁর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচের জন্য তাদের দল গঠন করাই এখন সমস্যার মুখে পড়েছে।
ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ দিনকে দিন বেড়ে চলছে। ইতোমধ্যে আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের খেলা স্থগিত করা হয়েছে।