স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাস দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতও যে জোড়া লাগতে পারে, তা আমাদের দেশের চিকিৎসকেরা দেখিয়ে দিয়েছেন। এটি গোটা চিকিৎসা ক্ষেত্রেই এক বিরাট সফলতা।’
রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা ফাহিমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত জোড়া লাগানো হয়। এই সফল চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষিকা ফাহিমা যাত্রাপথে দুই বাসের সংঘর্ষে হাত হারান। সেই হাত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা সফলভাবে জোড়া লাগালেন। এখন হাতে রক্ত সঞ্চালন হচ্ছে এবং তিনি ভালো আছেন।
করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য খাত সফল ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাতেও স্বাস্থ্য খাত সফল হবে। ইতিমধ্যেই চিকিৎসারত তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যেকোনো সময় তাঁরা ঘরে ফিরে যেতে পারবেন। করোনা নিয়ে এখন জনসচেতনতাই বেশি প্রয়োজন। করোনা নিয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ডা. সামন্ত লাল সেনসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।