‘জয় বাংলা’ এখন থেকে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বরাত দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং সাংবিধানিক পদে যারা আছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা যখন বক্তব্য দেবেন, তখন বক্তব্যের শেষে তাদের ‘জয় বাংলা’ বলতে হবে।
তিনি আরো বলেন, স্কুলগুলোতে প্রাত্যহিক সমাবেশ শেষেও ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। এই আদেশ কার্যকরের জন্য সরকারকে একটি প্রজ্ঞাপন জারি করতে বলেছে আদালত।
আদালত আরো বলছে, সরকার চাইলে সংসদেআইন পাশ করে কিংবা সংবিধান সংশোধন করেও বিষয়টিকে স্থায়ী রূপ দিতে পারে। এ সম্পর্কিত একটি রিট মামলার নিষ্পত্তি করে আদালত আজ এই আদেশ দেয়।
জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।
প্রায় আড়াই বছর আগে এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না- এই মর্মে আদালতের সেই নোটিশের উপর দীর্ঘ সময় শুনানি হয়েছে।
সরকারি একজন আইনজীবী জানিয়েছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে দলমত নির্বিশেষে এই জয় বাংলা স্লোগান প্রধান স্লোগান হিসেবে ব্যবহার হয়েছে। সে বিষয়টিই ছিল আবেদনের মূল ভিত্তি।