বাংলাদেশে প্রথমবার করোনা ভাইরাস সংক্রমণ মিলেছে৷ করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নিরাপদ উপায় ভিড় এড়িয়ে চলা৷ কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেট সিরিজে টিকেট বিক্রি সীমিত করা ছাড়া বিসিবির এ বিষয়ে আর কোনো উদ্যোগ নেই৷
বাংলাদেশ সময় সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা৷ তার আগে বিসিবি থেকে এক সংবাদ সম্মলনে এই ম্যাচে একজন দর্শক একটির বেশি টিকেট কিনতে পারবেন না বলে জানানো হয়েছে৷
সেক্ষেত্রে, ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে আজ ৪-৫ হাজার দর্শক হতে পারে৷
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে৷
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিশ্বজুড়েই আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে৷ সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷ এখন পরবযন্ত মারা গেছেন তিন হাজার ৮০০ জন৷ সংক্রমণের বিচারে মৃত্যুর হার ৩ শতাংশের কিছু বেশি৷
বাংলাদেশে ইতালি থেকে আসা দুই প্রবাসীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তাদের মাধ্যমে দেশে আরেকজন সংক্রমিত হয়েছেন৷ করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর জনগণ নিজেরাই সতর্ক হয়ে গেছেন৷ যে কারণে শের-ই-বাংলা স্টেডিয়ামে টিকেট কাউন্টারগুলোতে খুব একটা ভীড় দেখা যাচ্ছে না বলে মাঠ থেকে ডয়চে ভেলেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান ক্রিকেট প্রতিবেদক আরিফুল ইসলাম রনি৷
তিনি বলেন, ‘‘সাধারণত বাংলাদেশের ম্যাচ শুরুর বেশ আগে থেকেই মাঠের সামনে লোকজনের ভিড় জমতে থাকে৷ টি-টোয়েন্টি ম্যাচ হলে দর্শক আরও বেশি থাকে। তবে আজকে ম্যাচের দুই ঘণ্টা আগেও ভিড় নেই বললেই চলে। টিকিট কাউন্টারের সামনেও নেই লম্বা লাইন। মাঠের চারপাশে যে উৎসবের আবহ প্রতি ম্যাচের আগে দেখা যায়, সেটিও নেই প্রায়৷”