কয়েকদিন আগেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। ২০১১ বিশ্বকাপ ছাড়াও ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর।
বিজেপি-তে যোগদানের পরে অমিত শাহের সঙ্গে গৌতম গম্ভীর। ছবি- পিটিআই
অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত রাজনীতিতে চলে এলেন গৌতম গম্ভীর। প্রত্যাশিতভাবেই যোগ দিলেন বিজেপি-তে। এবারের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও প্রবল।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে দিল্লির আপ সরকারের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। বিভিন্ন সামাজিক বিষয়েও সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন তিনি। এ দিন দিল্লিতে বিজেপি-র সদর দফতরে দুই কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং অরুণ জেটলির উপস্থিতিতে বিজেপি-তে যোগ দেন তিনি। পরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন গম্ভীর।
কয়েকদিন আগেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। ২০১১ বিশ্বকাপ ছাড়াও ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর। বিজেপি-তে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রতি আস্থা রেখেই বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ নতুন দায়িত্বে কতটা সফল হন এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান, তা অবশ্য সময়ই বলবে।