বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে জনসমাগম হচ্ছে না বলে জানিয়েছেন উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সন্ধ্যায় গণভবনে উদযাপন কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় কমিটির সভাপতি। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সামগ্রিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, জনসমাগম পরিহার করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলবে। জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী যে অনুষ্ঠানমালা আমরা তৈরি করেছি, তার মধ্যে ১৭ মার্চের সূচিতে থাকা জনসমাবেশ পরিহার করা হয়েছে। জনসমাগম পরিহার করে উদ্বোধনী অনুষ্ঠান চলবে। অন্যান্য কর্মসূচিও চলবে। বঙ্গবন্ধু ভবনে যে শ্রদ্ধা নিবেদন এবং টুঙ্গিপাড়ায় যে শ্রদ্ধা নিবেদন সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা বাংলাদেশের দোয়া মাহফিল শ্রদ্ধাজ্ঞাপন সেটাও থাকবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জনসমাগম পরিহার করার কথা বলা হয়েছে। কোনো অনুষ্ঠান স্থগিত রাখা হয়নি। আমাদের প্রোগ্রামটা আমরা যেভাবে সাজিয়েছিলাম, সেটা পুনর্বিন্যাস করা হবে। প্যারেড স্কয়ারে জনসমাগমের যে অনুষ্ঠানটি, সেটাকে পুনর্বিন্যাস করে আমরা পরবর্তী সময়ে করব।
বিদেশী অতিথিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদেশী অতিথি আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে আমাদের বন্ধুরাষ্ট্র থেকে শুরু করে অনেকের আসার কথা ছিল। যেহেতু আমরা বর্তমান কর্মসূচি পুনর্বিন্যাস করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদের জানিয়ে দেয়া হবে।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামীকাল আমাদের জাতীয় কমিটির সভা আছে, সেখানে আমরা আলোচনা করব।