বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টি’র আদলে প্রতিকৃতি তৈরি করবে সরকার। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এই কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সৈকত শহর কক্সবাজারে তৈরি হবে এইমূর্তি৷ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে এই খবর৷
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়, সংস্থা এবং দেশের স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে মুজিব বর্ষ উদযাপন করবে। সরকার এ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টি’র আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে। মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে মিত্র বাহিনীর সদস্যদের ৫০০ সন্তানকে বৃত্তির ব্যবস্থা করা হবে।
তাদের বাছাই করার জন্য বিদেশ মন্ত্রকের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে দায়িত্ব প্রদান করা হবে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শাসন থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রধান নেতার ভূমিকা নিয়েছিলেন মুজিবর রহমান৷ তিনি পরবর্তী সময়ে বাংলাদেশের জাতির পিতা৷ মন্ত্রী জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের ঋণ আমরা কোনও দিন শোধ করতে পারবো না।