লিখেছেনঃ রোমানা আখতার রিমু, ৭ম ব্যাচ, ওয়ারী জোন
প্রথমে শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপরে শ্রদ্ধা ও সালাম জানাই আমাদের গ্রুপের সবচেয়ে প্রিয় মানুষ আমাদের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে। ভালবাসা রইল গ্রুপের প্রত্যেকটি ভাই ও বোনদের জন্য। আজ স্যার পের প্রত্যেক নারী সদস্যেকে একটা করে পোস্ট করতে বলেছিলেন। সেই জন্য আমার স্বপ্ন আমার এই গ্রুপে আসার উদ্যেশ্য প্রত্যেকটা বিষয় নিয়ে লিখছি।
১. প্রতেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। তেমনি আমারও রয়েছে। আমি পোষাক নিয়ে কাজ করি। নিজের কারখানায় তৈরি পোশাক নিজস্ব শোরুমে হোলসেল করে থাকি। এই হচ্ছে বর্তমান।কিন্তু আমার স্বপ্নটা আকাশ ছোয়া। কতটুকু সফলতা অর্জন করব জানি না।তবে ভরষা রাখি মহান রাব্বুল আলামিনের দরবারে। আমার স্বপ্ন আমার তৈরি করা পোশাক এর শোরুম বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে থাকবে। নিজের কোম্পানির একটা ব্যান্ড হবে। দেশের যে কোন অঞ্চলে সবাই এক নামে আমার ব্যান্ডটিকে চিনবে।
২.এই প্লাটফর্ম যোগদানের গল্প: মাস্টার্স ও বি এড কমপ্লিট করে চাকরির জন্য হন্য হয়ে ঘুরে যখন খুব হতাশ হয়ে গিয়েছি তখনই কেউ একজন আমার প্রানের গ্রুপ থেকে আমাকে ইনভাইট করে। প্রথমে গ্রুপে জয়েন্ট না করে প্রায় এক সপ্তাহ গ্রুপটাকে ঘুরে ঘুরে দেখেছি।আর স্যারের দেওয়া প্রত্যেকটা পোস্ট খুব ভালো ভাবে পড়েছি।এক সময় স্যারের লেচনগুলো এতটাই ভালো লাগতে শুরু করে যে আমি গ্রুপের নিয়মিত সদস্য হয়ে যাই।আজকের এই স্থানে আসার জন্য এই প্লাটফর্ম যে কতটুকু অবদান রেখেছে তা বলে শেষ করতে পারব না হয়তো।
৩.এই প্লাটফর্ম থেকে আমার একটাই প্রত্যাশা যেন আজীবন এই প্লাটফর্ম এর সদস্য হয়ে থাকতে পারি।
৪.৯০ দিনের কোর্সে আমার জীবনে যা পরিবর্তন এলো : প্রথমত কোন কাজই ছোট নয় এই বিশ্বাসটাকে ভালো ভাবে আঁকড়ে ধরতে পারছি।নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে। হতাশা থেকে মুক্তি পেয়েছি। নিজেকে ভালবাসতে শিখছি।উদ্যোক্তা হয়েছি। এখন আমার নিজের দুইটি প্রতিষ্ঠান রয়েছে। একটা কারখানা দিয়েছি।চাকরি করব না চাকরি দিব এই মূল্যবান বাক্যটিকে সত্যায়ন করতে পারলাম। নিজের প্রতিষ্ঠানে দশজন লোকের কর্মসংস্থান করতে পারলাম। স্যারের প্রত্যেটা লেচন অনুশীলনে নিজেকে একজন ভালো মানুষ এ রুপান্তরিত করেছি। লোকে কি বলল বা কি বলবে এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসেছি।নিজের কাজ নিজে করতে ভালবাসি।আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি যা আমার জীবনটাকে বদলে দিয়েছে।