জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বেোচ্চ রানের (১৭০ রান) ২১ বছরের রেকর্ড ভাঙলেন তারা। ইনিংসের ৩৩তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকালেন তামিম ইকবাল। আর তাতেই ধরা দিল নতুন মাইলফলক। সব মিলিয়ে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে দেড়শ ছোঁয়া জুটির সংখ্যা দাঁড়াল পাঁচে।
আগের রেকর্ডটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওপেনিং জুটিতে ১৭০ রানের জুটি গড়েছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।
ওপেনিংয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি:
তামিম ইকবাল-লিটন দাস ১৮২*, বনাম জিম্বাবুয়ে, সিলেট, ৬ মার্চ ২০২০
মেহরাব হোসেন অপি-শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ১৭০, বনাম জিম্বাবুয়ে, ঢাকা, ২৫ মার্চ ১৯৯৯
তামিম ইকবাল-এনামুল হক বিজয় ১৫৮, বনাম জিম্বাবুয়ে, চট্টগ্রাম, ২৩ নভেম্বর ২০১৪
তামিম ইকবাল-সৌম্য সরকার ১৫৪, বনাম দক্ষিণ আফ্রিকা, চট্টগ্রাম, ১৫ জুলাই ২০১৫
এনামুল হক বিজয়-ইমরুল কায়েস ১৫০, বনাম পাকিস্তান, ঢাকা, ৪ মার্চ ২০১৪