প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। বর্তমানে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ভারতেও ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় হোলির উৎসবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনে এ বছর অংশ নিচ্ছেন না তিনি। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সে পরামর্শ মেনেই মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে।
আজ ৪ মার্চ (বুধবার) এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ভিড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আমিও এ বছর হোলি মিলন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ইতিমধ্যে ভারতজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ দাঁড়িয়েছে। অথচ মঙ্গলবার নরেন্দ্র মোদি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলেছিলেন।
টুইটারে তিনি লিখেছিলেন, করোনা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সবাই মিলে এক সঙ্গে কাজ করতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন। এর একদিন পর ভাইরাস আতঙ্কের কারণে নিজেই হোলির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক সমালোচনা চলছে।