বিডিবিএল ব্যাংক এত দিনের স্থবিরতা কাটিয়ে উঠবে আশা করা যায়। কাজী আলমগির, ব্যবস্থাপনা পরিচারক ও সি ই ও। উদ্যমী মানুষ। বিডিবিএল কে ঢেলে সাজাতে চান আর সত্যকার অর্থে ভালো কিছু দৃষ্টান্ত রাখতে চান ব্যাংকটির উন্নয়নে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অনুযায়ী ২০০৯ সালের ১৬ নভেম্বর কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করে ব্যাংকটি। ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালের ০৩ জানুয়ারি, এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু।
দেশে তার ৪৩ টি শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে এটি। ব্যাংকটির অথরাইজ ক্যাপিটাল ১,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা।
সেবা দানকারী প্রতিষ্টান হিসেবে, এটি যা যা করে থাকেন:
কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। BDBL আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের পাশাপাশি আর যে সকল সার্ভিস পাবেন এখানে
আন্তর্জাতিক ব্যাংকিং; বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন; রপ্তানি ক্যাশ ক্রেডিট; প্যাকিং ক্রেডিট; ডকুমেন্টারী বিল ক্রয়; স্থানীয় ডকুমেন্টারী বিল; বৈদেশিক ডকুমেন্টারী বিল; দলইলের বিপরীতে অর্থ প্রদান; আমদানি বাণিজ্য ঋণ; ট্রাস্ট রিসিপ্টের বিপরীতে ঋণ; ফরেন এক্সচেঞ্জ ব্যবসা; লোকাল এল/সি; আমদানি এল/সি;
রপ্তানি বিল সংগ্রহ; ব্যাক টু ব্যাক এল/সি; বিদেশী রেমিটেন্স; ফরেন এক্সচেঞ্জ ক্রয় ও বিক্রয়।
উন্নয়নমূলক ব্যাংকিং:
★ সিন্ডিকেট বিন্যাস এর (পাওয়ার অ্যান্ড এনার্জি, টেলিকমিউনিকেশন, ফাইবার অপটিক কেবল ইত্যাদি) উপর গুরুত্ব দিয়ে শিল্প ঋণ।
★ পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) প্রজেক্ট (পোর্ট ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন যেমন–রোড, ওয়াটার এবং এয়ার ওয়েস ইত্যাদি)।
★ ছোট ও মাঝারি উদ্যোগ (SME) (যেমন– আইটি শিল্প, হার্ডওয়্যার এবং সফটওয়্যার উন্নয়ন)।
★ কৃষি ভিত্তিক উদ্যোক্তাদের জন্য কাঁচামাল (যেমন– পাট এবং অন্যান্য শিল্প) এর উপর ঋণ প্রদান।
★ গ্রিন ব্যাংকিং (পরিবেশগত এবং ইকো ফ্রেন্ডলি শিল্প (যেমন:স্বয়ংক্রিয় ইট ভাটা, নবায়নযোগ্য শক্তি ইত্যাদি)।
★ লিজ ফাইন্যান্সিং।
ব্যাংক আমানত
BDBL এর হিসাবগুলো হলো চলতি ডিপোজিট; সঞ্চয়ী ডিপোজিট
সর্ট নোটিশ ডিপোজিট (এসটিডি/এসএনডি); স্বল্প মেয়াদী আমানত; ফিক্সড ডিপোজিট ও পেনশন স্কিম ডিপোজিট।
BDBL এর বিভিন্ন সেভিংস স্কিম গুলো হলো:
শিক্ষা সঞ্চয় প্রকল্প; চিকিৎসা সঞ্জয় প্রকল্প; বিবাহ সঞ্চয় প্রকল্প; অবসরকালীন বিনিয়োগ প্রকল্প; মাসিক আয় স্কিম ও ডাবল বেনিফিট স্কিম।
লোন
BDBL যে সকল লওন দিয়ে থাকে তা হলো:
ক্যাশ ক্রেডিট (হাইপোথিকেশন); ক্যাশ ক্রেডিট (প্রতিশ্রুতি); কার্যকরী ক্যাপিটাল ঋণ; সুরক্ষিত ঋণ (আর্থিক বাধ্যবাধকতায়);Over Draft (OD); Consumer Credit বা ভোক্তা ঋণ; Personal Loan বা ব্যক্তিগত ঋণ; আশার আলো; কালের চাকা টাকার ঝাকা; খামার বাড়ি ও প্রসার ঋণ।