ফাতেমা রহমান রুমা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রাঙ্কফুর্টে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) ‘টি টু স’ ফোরামে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করে জার্মান আওয়ামী লীগ।
জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরি সাবু সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীর উপস্থাপনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম পুলক, জার্মান আওয়ামী লীগ নেতা নুরে হাসনাত শিপল, জিল্লুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাবু চৌধুরী, মাহিদুল ইসলাম তালুকদার বাবুল, কেন্দ্রয়ী জার্মান আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা, জাকির হোসেন, মো. জালাল, ইসমাইল নেসার, জামসেদ রানা, কাইয়ুম চৌধুরী, জালাল আবেদীন, এফ এম এইচ আলী, বোরহান খান, নিশাত জাহান ঝর্না, আশরাফুল হোসেন টিপু, মো. মোতালেব, জহিরুল ইসলাম,পংকজ দেবসহ জার্মান আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা আমিনুর রহমান খসরু, মহসিন হায়দার মনি, নুরুল ইসলাম, আশুতোষ বণিক সর্দার আলী আহম্মেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়া জার্মান আওয়ামী যুবলীগের সভাপতি আমানউল্লাহ ইসলাম এবং সাধারণ সম্পাদক কায়সারুল আলমের নেতৃত্বে জার্মান যুবলীগের নেতাকর্মীদের স্বঃতস্ফূর্ত অংশগ্রহণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফলভাবে উদযাপিত হয়।
আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সব শেষ প্রীতিভোজের মাধ্যমে উপস্থিত সবাইকে আম্প্যায়ন করা হয়।