প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি কলকাতা থেকে ঢাকা সাইকেল চালিয়ে যান একদল৷ বাংলা ভাষার প্রতি ভালবাসা জানিয়ে আসতে, ২১ ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার চত্বরে৷
শুরুটা হয়েছিল ২০১২ সালে, অ্যাডভেঞ্চারপ্রিয় একদল যুবকের কলকাতা থেকে ঢাকা সাইকেল চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে৷ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার শহীদ মিনারের উদযাপন দেখে তাঁরা মুগ্ধ হয়ে যান৷ পরের বছর থেকে আরও পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে সাইকেল চালিয়ে ঢাকা যান তাঁরা৷ সেবার তাঁদের সাইকেলে ছিল বর্ণময় পোস্টার, ছবি৷ কলকাতা-ঢাকা এই সাইকেল যাত্রা সম্বন্ধে লোককে সচেতন করতে৷ সেইসব দেখে এগিয়ে আসেন পথের দুপাশের মানুষ, ওঁদের সঙ্গে আলাপ করতে৷ ওই অপরিচিত মানুষজনের থেকে যে ভালবাসা পান ওঁরা, বিশেষত বাংলাদেশের মানুষ যেভাবে ওঁদের আদর করে বুকে টেনে নেন, তা ফের ওঁদের অন্যভাবে ভাবায়৷ সূচনা হয় ভাষাসূত্রের, যে বন্ধনে যুক্ত হয় দুই বাংলা৷ প্রতিবছর, ১৪ থেকে ২১ ফেব্রুয়ারি৷