ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আয়োজিত ৯২তম অস্কারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা ফিচার ছবি নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’। সেরা অভিনেতা ‘জোকার’ ছবির জন্য ওয়াকিন ফিনিক্স। সেরা পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয়েছেন ব্রাট পিট।
এক নজরে এবারের অস্কার বিজয়ীরা
সেরা অভিনেতা :ওয়াকিন ফিনিক্স(জোকার)
সেরা পার্শ্ব অভিনেতা: ব্রাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম … ইন হলিউড)
সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি)
সেরা ফিচার ছবি: প্যারাসাইট
ফিচার প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
সংগীত (মৌলিক গান): (আই এম গো’না) লাভ মি এগেইন, ছবি- রকেট ম্যান
সংগীত (মৌলিক স্কোর):জোকার
সেরা প্রোডাকশন ডিজাইন: ওয়ান্স আপন অ্যা টাইম … ইন হলিউড)
মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: বোম্বশেল
ভিজ্যুয়াল ইফেক্ট : ১৯১৭
সেরা শব্দ মিশ্রণ : ১৯১৭
সেরা সিনেমাটোগ্রাফি:রজার ডিকিন্স (১৯১৭)
সেরা ছবি সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি
সেরা অ্যানিমেশন ছবি: টয় স্টোরি ৪
সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য: হেয়ার লাভ
সেরা মৌলিক চিত্রনাট্য: বুন, জুন হু (প্যারাসাইট)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: তাইকা ওয়েইটিটি (জোজো র্যাবিট)
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য নেইবার্স উইনডো