নিজেদের উপর বিশ্বাস রাখেন এবং কখনও স্বপ্ন দেখা বন্ধ না করেন।
লিখেছেন:শাগুফতা নাসরিন কুইন
আজ নারী কন্ঠে আপনাদের পরিচয় করিয়ে দেব সাবরীনা ইসলামের সঙ্গে। তিনি একাধারে একজন উদ্যোক্তা, ফটোগ্রাফার এবং লেখিকা।
আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।
সাবরীনা ইসলাম বাংলাদেশে একটি সুপরিচিত নাম। তিনি একজন উদ্যোক্তা, ফটোগ্রাফার এবং লেখিকা। সাবরীনা ইসলাম “ Reflections” এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশে কাঁচের উপর etching এবং নক্সা ও রং করার এ ধরনের কোন প্রতিষ্ঠান এর আগে ছিল না। তাঁর সেই উদ্যোগ খুবই সফল হয়েছে।
এছাড়াও সাবরীনা ইসলাম Lily apparels Ltdএর Managing Director, Concorde Garments এবং Osman Interlinings Ltd এর পরিচালক। বাংলাদেশে পোশাক ও বস্ত্র শিল্প উন্নয়নে প্রথম থেকেই যারা কাজ করছেন তিনি তাদের মধ্যে একজন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিষয়ে পড়াশুনা করেন এবং পরে এম বিএ করেন। তবে তিনি আইনের দিকে না গিয়ে ব্যবসার দিকেই নজর দেন।
সাবরীনা ইসলাম একজন লেখিকা। ছেলেবেলা থেকেই লিখছেন। প্রথমে বিভিন্ন পত্রিকায় এবং পরে তাঁর নিজের তোলা ছবি সহ বই।
বাবার অনুপ্রেরণায় তাঁর লেখার প্রতি আগ্রহ জন্মায়।
তিনি ভ্রমন করতে পছন্দ করেন। শুধু তাই না তিনি একজন photographer।
সেই ছেলেবেলা থেকেই ছবি তুলতে তিনি ভালবাসেন।
সাবরীনা ইসলাম অসংখ্য award পেয়েছেন – কয়েকটি উল্লেখ করছি — Most Outstanding Woman Entrepreneur in Asia, ACI Award as Outstanding woman in Corporate sector ,‘Pride of Bangladesh’, DHL Outstanding Woman in Business ইত্যাদি।
Sabrina Islam at the opening of her first solo photo exhibition with Late Anwar Hossain and US Amb to Bangladesg Marcia Bernicat
একজন নারী উদ্যোক্তা হিসেবে, বাংলাদেশে যে মেয়েরা একদিন বড় হয়ে ব্যবসা করার – উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন – সাবরীনা ইসলামকে প্রশ্ন করি — তাদের তিনি কি উপদেশ দেবেন –কি পরামর্শ দেবেন।
সাবরীনা ইসলাম বলেন তারা যেন নিজেদের উপর বিশ্বাস রাখেন এবং কখনও স্বপ্ন দেখা বন্ধ না করেন।
সূত্র: ভয়েজ অব আমেরিকা।