আজ বসন্তের প্রথম দিন।রাতটুকুন পোহাবার অপেক্ষা। কোকিলের ডাকে মুখরিত হবে পৃথিবী। শিমুলের ডাল লাল ছড়াবে।ফুল আর পাখিদের সমাহার।
চারিদিকে আনন্দের বন্যা বইবে। মেয়েদের হলুদ শাড়ী, ফুল আর চকলেটে বরন হবে ঋতুরাজ বসন্ত।
ভালোবাসায় ভরে রবে দশদিক। যদিও ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে! যদিও সত্যিকারের ভালোবাসার কোন দিবস নেই বলেই আমি মনে করি। ভালবাসা দিবস প্রতিদিন, প্রতিক্ষন।
তবে আজকের এই দিনে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে বিশ্বব্যাপী। তরুণ-তরুণীদের মাঝেই ভালোবাসা দিবস উদযাপনের ট্রেন্ডটা দেখা গেলেও দিনটি আসলে পৃথিবীর সকল ভালোবাসার জন্য। দিনটি হতে পারে মা-ছেলের ভালোবাসা উদযাপনের দিন কিংবা মানুষে-মানুষে ভালবাসার দিবস।