মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার একটি নতুন কিট আবিষ্কার করেছে চীনের তিয়ানজিন ইউনিভার্সিটি। এর ফলে অধিক সংখ্যক মানুষকে অল্প সময়ে এই ভাইরাস শনাক্তকরণে সেবা দেয়া যাবে। বাঁচবে সময়। গ্লোবাল টাইমসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, বেইজিং বায়োটেক কোম্পানির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে নতুন এই কিট আবিষ্কার করেছে তিয়ানজিন ইউনিভার্সিটি। কিটটি ক্লিনিক্যালি পরীক্ষা করা হচ্ছে। এরপরেই স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রকদের অনুমোদনের জন্য পাঠানো হবে। এর আগে সানসিউর বায়োটেক একটি কিট আবিষ্কার করে। তা অনুমোদন দেয় চীনের স্বাস্থ্য বিষয়ক পরিষদ ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস এডমিনিস্ট্রেশন(এনএমপিএ)।
তবে সানসিউর বায়োটেক আবিষ্কৃত কিটের সাহায্যে করোনা ভাইরাস পরীক্ষায় সময় লাগে আধা ঘণ্টা বা ৩০ মিনিট। ২৬ শে জানুয়ারি এমন পরীক্ষা করার চারটি কিট অনুমোদন দেয় এনএমপিএ।