ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ই - ক্যাব) ইফতার ও দোয়া মাহফিল হয়ে গেলো গত ১৫ ই এপ্রিল ২০২২ শুক্রবার।
ই- কমার্স এর সাথে সম্পৃক্ত মানুষের মিলনমেলা ছিল এটি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এস কে এস টাওয়ারের সেনা উল্লাস। বিভেদের বেড়াজাল ভেঙ্গে প্রাণের টানে মিলেছিলো সবাই।
দেশের একমাত্র সংগঠন যেখানে সাধারণ সদস্যগণ যে কোনো ডিসিশন লেভেলে পার্টিসিপেট করার সুযোগ রাখে।
ডিজিটাল কমার্স ভিলেজ- ডিজিটাল পল্লী, ডিজিটাল গরুর হাট, ই-জিনিয়াস, মানব সেবা প্রভৃতি উদ্ভাবনী কাজে মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ই-ক্যাব।
ই-কমার্সে অনিয়মরোধে ই-কমার্স বান্ধব আইন ও বিধি প্রনয়ণ, কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় এসক্রো ব্যবস্থাপনা ও আধুনিক লজিস্টিক সেবা চালু করা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
অতিমারির দুর্বিপাকের পরও স্বাভাবিক সময়েও তৎপর থাকার পাশাপাশি নিজেদের ত্রুটি শুধরে নিতে স্রষ্টার কাছে শুক্রবার (১৫ এপ্রিল)সাহায্য কামনা করা হয়েছে ই-ক্যাবের ইফতার ও দোয়া মাহফিলে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ ‘শেখ পরিবারের’ জীবত সকলের মঙ্গল কামনায় দীর্ঘ মোনাজাত করা হলো রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারে উল্লাস হল রুমে।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত এই অনুষ্ঠানে আরবি-বাংলার পাশাপাশি দোয়া করা হয় ইয়রেজিতেও। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেজগাঁও জিএমজি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহসিন মাশকুর।
এসময় উপস্থিত বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম খান, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান, উপসচিব সাইদ আলী, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্টার্ট আপ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও একশপ টিম লিডার মো. রেজওয়ানুল হক জামি সহ সরকারী ও বেসরকারী পর্যায়ের উধ্বতন ব্যক্তি ও সহযোগী বাণিজ্যিক সংগঠনগুলোর নেতারাও ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত করেন দোয়ার অনুষ্ঠান।
ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সকলের সাথে মাহে রমযানের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ই-কমার্স খাতে সমস্যা থেকে উত্তরণে সরকারের সদিচ্ছার কথা ব্যক্ত করেন।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ করোনাকালীন সময়ে ই-কমার্স খাতের প্রবৃদ্ধি ও এই খাতের সেবার কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের নেতৃত্বে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ সদস্যরা ই-ক্যাবের বিগত ২ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
বিশেষ করে করোনা অতিমারির সময় মানুষের পাশে থেকে নিত্যপণ্য সরবরাহ সেবা সচল রাখার জন্য ই-ক্যাব প্রেসিডেন্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ডাক বিভাগসহ সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যেভাবে পর্যায়ক্রমে ই-কমার্স সেক্টরকে সহযোগিতা করে যাচ্ছে এতে করে ভবিষ্যতে এই খাতের প্রতিবন্ধকতাগুলো পেরিয়ে ই-ক্যাব আরো বড়ো অর্জন করতে পারবে। ই-ক্যাবকে পর পর ২ বার ডিজিটাল কমার্স পুরষ্কার প্রদান করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং এই পুরষ্কার তিনি সকল সদস্যকে উৎসর্গ করেন।
অনুষ্ঠানে প্লাটিনাম স্পন্সর ছিল ফুডপান্ডা, গোল্ড স্পন্সর ওয়ালকার্ট ও শপআপ এবং সিলভার স্পন্সর ছিলো যাচাই ডট কম ও পেপারফ্লাই। ফুডপান্ডার সিইও সৈয়দা আম্বারিন রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সদস্য ও অতিথিসহ ৮ শতাধিক মানুষ ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।