১৪ সেপ্টেম্বর, ২০২১, ঢাকাস্থ রাশিয়ান হাউস রুশ ফেডারেশন সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তি পাওয়ার সম্ভাবনা সহ আগামী শিক্ষাবর্ষে রাশিয়ায় অধ্যয়নের সুযোগ সম্পর্কিত একটি শিক্ষামূলক সেমিনারের আয়োজন করে।
ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ রুশ শিক্ষাব্যবস্থা সম্পর্কিত হালনাগাদ তথ্য প্রদান করেন, অনলাইন প্ল্যাটফর্ম https://education-in-russia.com এ আবেদন প্রক্রিয়া এবং প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সম্পর্কে বিস্তারিত জানান।
সেমিনারে সোভিয়েত প্রাক্তন ছাত্র ড. তাইবুল হাসান খান, ডক্টর অব হিস্ট্রি, পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া (RUDN) 1983, সেইসাথে সাম্প্রতিক রাশিয়ান শিক্ষার্থী এবং রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকেরা উপস্থিত ছিলেন: সৈকত চন্দ্র ঘোষ, পিএইচডি (নথিভুক্ত ২০২১), ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অফ ইকোনমিকস (HSE), বারেক কায়সার, RUDN-এর সাংবাদিকতা অনুষদের পিএইচডি ছাত্র, সৌম্য দাস, গ্যাস্ট্রোএন্টারোলজির পিএইচডি ছাত্র, RUDN এবং মোঃ সবুজ আহমেদ, ম্যানেজমেন্টে পিএইচডি, RUDN (২০১৭, এখন রাশিয়ায় বসবাস করছেন)।
তারা তাদের ব্যবহারিক অভিজ্ঞতা থেকে নিশ্চিত করে বলেন যে, বাংলাদেশী শিক্ষার্থীরা যে কোন রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য পড়ার সুযোগ নিতে পারে এবং রুশ প্রত্যাগত শিক্ষার্থীদের বাংলাদেশে পেশাগত সম্ভাবনার কথা বলেন যারা বিভিন্ন সরকারী চাকরি, প্রাইভেট কোম্পানি এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত রয়েছেন।