০৪ ফেব্রুয়ারী, ২০২১। ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে (আরসিআরসি) স্ট্যালিনগ্রাদের যুদ্ধের স্মরণে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।
আরসিআরসি’র পরিচালক এম. ই. দোব্রোখোতভ মহান দেশপ্রেমিক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের গতিপথ সম্পর্কে বক্তব্য রাখেন, যা পরবর্তী সময়ে নাৎসি হানাদারদের আগ্রাসনের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে যায়। স্তালিনগ্রাদের যুদ্ধের ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়, তিনি জোর দিয়ে বলেন যে সোভিয়েত সেনাবাহিনী ২০০ দিন এবং রাত ধরে স্টালিনগ্রাদের পক্ষে লড়াই করেছিল, প্রায় ৫০০,০০০ মানুষ নিহত হয়েছিল। তবে তারা জয়ী হয়েছিল এবং স্ট্যালিনগ্রাদ পুরো সোভিয়েত জনগণের সাহস ও বীরত্বের প্রতীক হয়ে ওঠে।