৩১শে জানুয়ারী, ২০২১, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র (আরসিএসসি)’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আরসিএসসির পরিচালক জনাব ম্যাক্সিম দোব্রোখোতভ, সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ এর (এসএএবি) সভাপতি ইঞ্জিনিয়ার তাকসিম খান, এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি: জয়নাল আবেদীন, এসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সেক্রেটারি ডাঃ মোঃ শহীদুল্লা শিকদার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ডঃআবুল কালাম আজাদ গুরুত্ত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।বক্তারা দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং বিদ্যুৎ, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে প্রগতিশীল সংলাপের বিকাশের গুরুত্বের কথা উল্লেখ করেন।অনুষ্ঠানে আরসিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এনজিও, স্থানীয় মিডিয়া, রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।