খোকন হায়দার বাশার, লন্ডন
ঐতিহাসিক ১০ ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে গত ১৩ ই জানুয়ারি ২০২১ বেলজিয়াম আওয়ামীলীগের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভার (Zoom Meeting ) আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি ও BIRC ব্রাসেলস এর প্রধান সমন্বয়ক জনাব বজলুর রসিদ (বুলু)। বেলজিয়াম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন পলিনের সন্চালনায় অনুষ্ঠিত সভাটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলজিয়াম দূতাবাসে নিয়োজিত মান্যবর রাষ্টদূত জনাব মাহবুব হাসান (সালেহ)।
করিগরি সহায়তায় ছিলেন জনাব লিংকন মোল্লা (সভাপতি ডেনমার্ক আওয়ামীলীগ )।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সিদ্দিকুর রহমান (সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ), জনাব সুজাত মনসুর (লেখক, গবেষক ও কলামিস্ট) জনাব কামাল দেওয়ান, (বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান শিল্পকলা একাডেমি লন্ডন ) জনাব ডঃ শাখাওয়াত হোসেন ( শিক্ষক ও গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জনাব ইকরাম সিকদার (বীর মুক্তিযোদ্ধা )।
এছাড়াও বক্তব্য রাখেন জনাব লোকমান হোসেন সাবেক সহ সভাপতি সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ,জনাব আবুল কাসেম ( বর্তমান সিনিয়র সহ সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক ফ্রান্স আওয়ামীলীগ), জনাব তাহের বার( সহ সভাপতি ফ্রান্স আওয়ামীলীগ ), জনাব মিজান চৌধুরী মিন্টু( চেয়ারম্যান সামাজিক উপদেষ্টা পরিষদ ফ্রান্স আওয়ামীলীগ ) জান্নাতুল ফরহাদ(সভাপতি অষ্ট্রিয়া আওয়ামীলীগ),এডভোকেট আয়েশা খানম ( সদস্য কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ )জনাব খোকন হায়দার বাশার (সাংগঠনিক সম্পাদক সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ এবং সহ প্রচার সম্পাদক ফ্রান্স আওয়ামীলীগ,) জনাব ফিরোজ আহমেদ (সভাপতি ডাবলিং আওয়ামীলীগ ) জনাব রানা বকতার (সাধারন সম্পাদক ডেনমার্ক আওয়ামীলীগ, জনাব আনোয়ার খান (যুক্তরাজ্য যুবলীগ )জনাব শওকত হোসেন দুলাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে তুরস্ক আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জনাব এম এ ফারুক (প্রিন্স) এর প্রয়াত মাতা এবং মুক্তিযোদ্ধা মজুমদার আলী ভাই সহ সকল বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে দোয়া পরিচালনা করেন জনাব আব্দুস সহিদ তাহের বার।
মাননীয় রাষ্টদূত ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ঐতিহাসিক পট ভুমি তুলে ধরেন। তিনি প্রবাসীদের প্রত্যেককে নিজ দেশের একজন এম্বাসেডর হিসাবে সন্মানিত করেন। করোনা মোকাবেলায় সবাই কে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন এবং সবাই কে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।