বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার মানসে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ-২০২১ রূপকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি ক্লাউড টেকনোলোজিস লিমিটেড বেসরকারি উদ্দ্যেগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
তারই ধারাবিকতায় ডিজিটাল বাংলাদেশ অর্জনের অন্যতম কারিগর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাথে যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে চুক্তিবদ্ধ হল ক্লাউড টেকনোলোজিস লিমিটেড।
বাংলাদেশ এর ই-কমার্স ইন্ডাস্ট্রি কে সেবা প্রদানের উদ্দেশ্যে, ক্লাউড টেকনোলোজিস লিমিটেড বাংলাদেশে প্রথম নিজস্ব ডাটা সেন্টার থেকে ডিজিটাল ক্লাউড সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ই-ক্যাব এর সাথে গত ২ অক্টোবর, ২০২০ একটি “সমঝোতা স্মারক” স্থাপন করে।
এই সমঝোতা স্মারক এর মাধ্যমে ক্লাউড টেকনোলোজিস লিমিটেড ই-ক্যাব এর বৈধ মেম্বার দের জন্য “ভার্চুয়াল প্রাইভেট সার্ভার” এর উপর ১৫% ডিসকাউন্ট ঘোষণা করে। ই- ক্যাব এর সম্মানিত মেম্বাররা “ecab15” প্রোমো কোড এর মাধ্যমে ক্লাউড টেকনোলোজিস লিমিটেড এর ওয়েবসাইট (www.kloudsite.com) থেকে সরাসরি এই ডিসকাউন্ট সুবিধাটি উপভোগ করতে পারবেন।
“সমঝোতা স্মারক” অনুষ্ঠানে ক্লাউড টেকনোলোজিস লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিথ ছিলেন তাদের সি. ই. ও. জনাব হাসান এমদাদ, ডিরেক্টর জনাব মিরজা আসাদুল্লাহ নাদিম এবং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হক। ই-ক্যাব এর পক্ষ থেকে সমঝোতা স্মারক” টি স্বাক্ষর করেন তাদের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। এছাড়াও উপস্থিত ছিলেন ই-ক্যাব এর উচ্চপধস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।