রাজধানীতে ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালা শুরু হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।
রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে।
অন্যদিকে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে রাজশাহীতে কারচুপি ও হাতের কাজ নিয়ে একটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। রবিবার সকালে পবা উপজেলার বারই পাড়া গ্রামে কারচুপি ডিজাইন ও কারচুপি শেলাই বিষয়ক ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হবে।