ফারহান আহমেদ
স্নাতক শিক্ষার্থী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের করোনা পরবর্তী ভবিষ্যৎ পৃথিবীতে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য ফ্রি সফট স্কিল ওয়ার্কশপ আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবে সংঘ (ডিইউইডিসি) যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সম্ভাবনাময় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। সংঘটি প্রতিশ্রুতিশীল উদ্যোগ এবং উদ্যোক্তাদের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। ডিইউইডিসি (DUEDC) তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য উৎসাহ প্রদানে এবং উদ্যোক্তাদের দেশের সম্পদে পরিণত করার প্রতিশ্রুতি নিয়েই তার সকল কার্যক্রম পরিচালনা করছে।
সম্প্রতি ১৯.০৯.২০২০ ইং তারিখে “SKILLNEURS 1.0″ শিরোনামে একটি অনলাইন ভিত্তিক ইভেন্ট পরিচালনা করে। যেখানে উদ্যোক্তা এবং স্নাতক শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক ও আত্মউন্নয়ন্মূলক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। “SKILLNEURS 1.0″ এর মূল উদ্দেশ্য ছিলো উদ্যোক্তা কিংবা সম্ভাব্য উদ্যোক্তাদের বিভিন্ন আন্তঃব্যক্তিক দক্ষতা বৃদ্ধি করা। ওয়ার্কশপটিতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো হলো -
কিভাবে সহকর্মীদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় এবং কিভাবে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের পাশাপাশি আমরা আমাদের কাজটি পরিচালনা করতে পারি। এছাড়াও, ব্যক্তির আন্তঃব্যক্তিক গুণাবলি, যোগাযোগ দক্ষতা, সময় পরিচালনা, অন্যদের মাঝে সহানুভূতিশীল হওয়া ইত্যাদির দিকনির্দেশনা।
“SKILLNEURS 1.0″ ইভেন্টটি সম্পূর্ণ ফ্রি একটি উন্মুক্ত ওয়ার্কশপ। যেটি ১৯.০৯.২০২০ ইং, রোজ শনিবার, সন্ধ্যা ০৭:৩০ মিনিট হতে ০৯:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি “ZOOM” অ্যাপ এর মাধ্যমে পরিচালনা করা হয়। “SKILLNEURS 1.0″ ইভেন্ট এর মাধ্যমে ডিইউইডিসি (DUEDC) তাদের নতুন লোগো উন্মোচন করে।
“SKILLNEURS 1.0″ ইভেন্টির সার্বিক সহযোগিতায় প্রধান ভুমিকা পালন করেন,ড. রাফিউদ্দীন আহমেদ (সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। এছাড়াও ওয়ার্কশপটিতে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ড. মো: আব্দুল মঈন (ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং জনাব ইয়াসীর আজমান (প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্রামীণফোন)।
ওয়ার্কশপটিতে বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন –
কেনো উদ্যোক্তা হওয়া জরুরী?
ইমোশনাল ইন্টেলিজেন্স কি? এবং উদ্যোক্তাদের কেনো এটি প্রয়োজন?
যোগাযোগ দক্ষতা কেনো প্রয়োজন?
ইন্ডাস্ট্রিয়াল ডিসরেপশান
কিভাবে মানুষকে একসাথে সংযুক্ত করতে হয়
৯ ধরণের ইন্টেলিজেন্স
“Be ready for a bumpy ride” - Dr. Mo. Abdull Moyeen
“There is no alternative for working hard ” - Yasir Azman