সংবাদ সংস্থা
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম। গভীর কোমায় আচ্ছন্ন। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টেই। শনিবার সকালের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির আর্মি হাসপাতাল।
এ দিনের বুলেটিনে আরও বলা হয়েছে, প্রণববাবুর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। তবে তাঁর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে।
গত বুধবার প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটে লেখেন, “আপনাদের শুভেচ্ছা এবং চিকিত্সকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। তাঁর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলোও নিয়ন্ত্রণে। উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।”