আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা প্রানী সম্পদ অফিসের হলরুমে আলমডাঙ্গা খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
ঢাকা থেকে আগত ই ক্যাপ এসোসিয়েসনের এন্টারপ্রেনার ও স্টার্ট আপ ষ্ট্যান্ডিং কমিটির এক্সিউটিভ মেম্বার জাহিদুজ্জামান সাঈদের (টুটুল) আলমডাঙ্গা খামারিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তিনি বলেন, আমি ঢাকা থেকে আপনাদের সাথে সরকারের ডিজিটাল হাট নিয়ে আলোচনা করতে এসেছি।
কোরবানির পশু নিয়ে খামারী এবং প্রান্তিক চাষিদের করনীয় এবং এক্ষেত্রে ডিজিটাল হাটের ভূমি কি তা সামনাসামনি আলোচনা করতে আমার আসা।
এই মাটির সন্তান হিসেবে আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকে আমি আপনাদের কে ডেকেছি।
আপনারা সকলেই জানেন দেশে করোনা ভাইরাসের কারনে এবছর ঢাকায় পশুর হাট বসবে খুব কম।যেখানে ২৫/৩০ টা হাট বসত সেখানে এবার হয় ৩/৪ টা হাট বসবে।আপনারা পশু নিয়ে ঢাকায় হয়ত কেউ কেউ পৌছালেন, কিন্ত গরু বিক্রয় করার মত পরিবেশ পাবেন না।তাই সরকার ই ক্যাবের মাধ্যমে সিটি কর্পোরেশন যৌথ ভাবে অনলাইনের মাধ্যমে গরু বিক্রয়ের ব্যাবস্থা করেছে।
আপনারা চাইলে আপনাদের গরুর ছবি আপলোড করে দিতে পারেন।আপনাকে দিতেই হবে তা নয়,আমি একটা অপশন দিলাম যদি মনে হয়,তাহলে আপনারা সরকারের সহায়তায় গরু বিক্রয় করতে পারবেন।সভায় সভাপতিত্ব করেন জেলা খামারি সমিতির সভাপতি মোহাম্মদ রানা মন্ডল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি।তিনি বলেন, আপনারা সকলে জানেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহদয় অনলাইনের মাধ্যমে গরু বিক্রয়ের ব্যাবস্থা করেছেন।আপনারা জেলা প্রশাসক মহদয়ের পেজেও গরুর ছবি আপলোড করতে পারেন।এ ছাড়াও ঢাকা থেকে উনি এসেছেন উনার সাথে আলাপ করে যদি মনে করেন উনি খুব ভাল প্রস্তাব দিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ক্যাটেল ফার্মারস এসোসিয়েশন এর উপদেষ্টা হামিদুল ইসলাম আজম।সভায় উপস্থিত ছিলেন বড় খামারি হাজী ঠান্ডু রহমান,হাজ্জাত আলী,শাহীন খান,মিনারুল রাজা,আব্দুল ওহাব রাজু,সাজ্জাদ হোসেন,রাজিব হোসেন,আবেদ আলী,রাজু আহম্মেদ,আব্দুর রহমান,জামান,মিনারুল ইসলাম প্রমুখ।