আজ ১১ জুলাই দুপুর ১২টায় ঢাকা উত্তর কর্পোরেশন এর উদ্যোগে কুরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল হাট’ (www.digitalhaat.net) উদ্ভোধন করা হবে। করোনা সংক্রমণ মোকাবিলায় ডিএনসিসি, আইসিটি ডিভিশন, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন যৌথভাবে এই ডিজিটাল হাট বাস্তবায়ন করবে। ক্রেতারা চাইলে ডিজিটাল হাট থেকে ন্যায্যমূল্যে বিক্রিত কুরবানি পশু ঢাকার ৫টি এলাকা থেকে বিক্রয় পরবর্তী পশুর মাংস পক্রিয়াকরণ করে হোম ডেলিভারী নিতে পারবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-:
জনাব মো. তাজুল ইসলাম এমপি. মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
বিশেষ অতিথি : জনাব টিপু মুনশি এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়
বিশেষ অতিথি : জনাব শ.ম. রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বিশেষ অতিথি : জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
বিশেষ অতিথি : জনাব মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ
বিশেষ অতিথি : জনাব শেখ ফজলে ফাহিম, প্রেসিডেন্ট, এফবিসিসিআই
বিশেষ অতিথি : জনাব মোহাম্মদ ইমরান হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন
সভাপতিত্ব করবেন: জনাব আতিকুল ইসলাম, মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
শুভেচ্ছা বক্তব্য : জনাব শমী কায়সার, প্রেসিডেন্ট, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব রওনক মাহমুদ, সচিব, মৎস্য ও পশুসম্পদম ন্ত্রণালয় ও জনাব হেলাল উদ্দীন আহমেদ, সিনিয়র সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়া দারাজ এর এমডি সৈয়দ মোস্তাহিদল হক নগদ এর সিইও তানভীর এ মিশুক অনুষ্টানে যোগ দেবেন।
ডিজিটাল হাট বাস্তবায়নে সহযোগিতা করবে এটুআই, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়। প্লাটিনাম স্পন্সর দারাজ। পাওয়ার্ড বাই নগদ। পেমেন্ট পার্টনার মাস্টারকার্য, পার্টনার ফুডপান্ডা, ফুড ফর ন্যাশন, পল্লী সঞ্চয় ব্যাংক, একটি বাড়ি একটি খামার। সহযোগিতায় আইল্যাব, একশপ, মানবসেবা, ওমেন ইন ই-কমার্স, আইসএসএসএল।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠান অনলাইনে লাইভ সম্প্রচারিত হবে এই লিংক থেকে:
[https://www.facebook.com/eCommerceAB](https://www.facebook.com/eCommerceAB)
আপনার ভার্চুয়াল অংশগ্রহণ কামনা করছি।