নাজমুল আহসান
বিদায় শহিদুল ইসলাম শেখর। বড় অসময়ে চলে গেলেন আমাদের প্রিয়জন শহিদুল ইসলাম শেখর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের গনমাধ্যম আর জনসংযোগে যিনি ভিন্নমাত্রায় কাজ করে চলেছিলেন। আজ সকালে হঠাৎ চলে গেলেন তিনি সব মায়া ত্যাগ করে।
দীর্ঘদিন বাংলাদেশ বেতারের ঘোষক, সংবাদ পাঠক, গীতিকার,
সফল উদ্যোক্তা শহিদুল ইসলাম শেখরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
বাগেরহাটের জন্য যার প্রাণ সব সময় কাঁদতো..সেই বাগেরহাট নিয়ে মে মাসে তার ফেসবুক স্ট্যাটাস-
”বাগেরহাট যেতে ইচ্ছে করে। প্রতিদিন কয়েকবার যেতে ইচ্ছে করে।হয়তো আর হবে না।
শুধু মনের জোরে বেচে আছি। বাইরে থেকে যে যেটুকু দ্যাখেন সবই বেচে থাকার অভিনয়। এই মিথ্যে বেচে থাকার অভিনয় করতে করতেই জীবন নাট্যমঞ্চ থেকে বিদায় নিয়েই হয়তো বাগেরহাট যাবো। আমি কোনো পারফিউম ইউজ করি না। বাগেরহাটের মাটির গন্ধ সব সময় নাকে মুখে লেগে থাকে। রাত পোহালেই ঈদ। মাকে ছাড়া কি কোনো সন্তানের ঈদ হয়। অনেকেরই হয়তো হয়।
আমার হয় না।”