রাজনৈতিক ‘মোটিভেশনাল’ বিষয়বস্তু থাকার কারণে করোনাভাইরাস থিম গেমস নিষিদ্ধ করেছে চীন। গেমসটিতে চীনের পতাকা বিকৃতি করা হয়েছে।
বিবিসি প্রতিবেদনে প্রকাশ, নিষিদ্ধ হওয়া ওই গেমসে করোনার আক্রমণের হাত থেকে বাঁচতে প্লেয়ারকে আক্রান্ত দেশ থেকে পালাতে ‘সেলফিস জোম্বিস’ বন্ধ করতে হয়।
প্লেগ ইনকরপোরেশন নামে ওই গেমটি চীনা অ্যাপ স্টোর থেকে মার্চে সরিয়ে ফেলা হয়।
গেমটির বর্ণনা থেকে জানা যায়, গেমসে চীনের পতাকার রং ব্যবহার করে পতাকায় থাকা তারকার বদলে সেখানে করোনাভাইরাস বসানো হয়েছে। সেলফিস জোম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে সারাদেশ। ভাইরাস বহনকারী দেশ থেকে পালানোর চেষ্টা করে।
প্লেয়ারদের কাজ হলো ওই ভাইরাস বহনকারী ব্যক্তিকে পালিয়ে বিশ্বকে আক্রান্তের হাত থেকে রক্ষা করা। গেমসে হংকং এবং তাইওয়ানকে চীনের বাইরে দেখানো হয়েছে।
গেমটির নির্মাতা বলেছেন, চীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই প্রজেক্টটি করা হয়েছে। মহামারি করোনা নিয়ন্ত্রণে যেভাবে কাজ করা হয়েছে, তাতে সে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।
এর আগেও পৃথিবীতে মারাত্মক একটি ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এমন গল্পের ভিত্তিতে নির্মিত একটি জনপ্রিয় গেম নিষিদ্ধ করে চীনা কর্তৃপক্ষ।