বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে নাকাল জনজীবন। অন্য অনেক দেশের মতো পাশের দেশ ভারতেও আক্রান্তের সংখ্যা কম নয়। দেশটিতে ২৯ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩ মে পর্যন্ত পুরো ভারতে লকডাউন চলছে। বাড়ছে সিল করা এলাকার সংখ্যা। এমন সংকটে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন অঙ্গনের তারকারা। সেই তালিকায় যুক্ত হলো বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির নাম।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বলিউডের অনেক তারকা দরিদ্র পরিবার ও দিনমজুরদের খাবার, আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন। লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষ। তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন শাবানা আজমি। লকডাউনে ভারতের ১৭২ জেলার প্রায় ১০ লাখ মানুষকে শুকনো রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন সহায়তা দিচ্ছেন শাবানা।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ তথ্য নিজেই জানিয়েছেন শাবানা আজমি। কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে এ কাজ করছেন তিনি। দরিদ্র মানুষকে সাহায্য করতে পেরে গর্ব অনুভব করছেন এ তারকা।
বিখ্যাত সংগীতজ্ঞ-গীতিকার জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি। তাঁরা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছেন জনসাধারণকে। সব সময়ই ভালো কাজের জন্য এ দম্পতিকে সোচ্চার দেখা যায়।
এর আগে বলিউডে অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, ভিকি কুশল, আলিয়া ভাট, অর্জুন রামপাল, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর; দক্ষিণী মহাতারকা রজনীকান্ত, প্রভাস, বিজয়, মহেশ বাবু, আল্লু অর্জুন, তামান্না ভাটিয়াসহ অনেক তারকা করোনাভাইরাস মোকাবিলায় নানা অঙ্কের অনুদান দিয়েছেন।