কিংবদন্তি প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মৃত্যুর মাত্র একদিন আগে কোভিড-১৯ ইস্যুতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আয়োজিত জুম ভিডিও কনফারেন্সে অংশ নেন। আয়োজনে ছিলেন তাঁর সরাসরি ছাত্র খ্যাতিমান জ্বালানি বিশেষজ্ঞ মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার খন্দকার আবদুস সালেক সুফি, যিনি বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশে বাখরাবাদ, তিতাস, জালালাবাদ গ্যাস সহ জিটিসিএল-এর গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কর্মরত ছিলেন। পরবর্তীতে আফগানিস্তানে হামিদ কারজাই সরকারের জ্বালানি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার সালেক সুফি একাধারে বিশ্বের ৬ মহাদেশের প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল প্লাটফর্ম প্যারিস ভিত্তিক আমাদের WBO - World Bangladesh Organization-এর একজন সম্মানিত উপদেষ্টা। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সালেক সুফি তাঁর প্রিয় শিক্ষকের মহাপ্রয়াণে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
“বেঁচে থাকলে আবারো ঢাকায় যাবো। বুয়েট এলামনাই প্রোগ্রামে বুয়েট মাঠে যাবো। হয়তো ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মর্নিং ওয়াক করবো। মনির ভাই, শামীম সবাই থাকবে। থাকবেন না আমাদের সর্বজন সম্মানিত জামিল স্যার। স্যার আমাদের সবার ইন্সপিরেশন, জাতীয় গর্ব, ক্ষণজন্মা প্রতিভা ছিলেন। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা মেট্রো রেল সবকিছুতে স্যার অবদান রেখেছেন। গতকাল আমার মেইল রেস্পন্স করছেন, রবিবার আমাদের ভিডিও কনফারেন্সের মধ্যমনি ছিলেন। অনেক কথা হলো, অনেক কথা বাকি রয়েই গেলো। স্যার, জাতির এই ক্রান্তিলগ্নে আপনার অনেক অনেক প্রয়োজন ছিল। যেখানেই থাকেন আপনার লিগেসি যুগযুগ ধরেই ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখাবে। আমাকে যখন অন্যায়ভাবে জামাত-বিএনপি সরকার দেশ ছাড়া করে, আপনি বুকে জড়িয়ে বলেছিলেন তোমার মধ্যে আগুন আছে, তুমি যোদ্ধা। ভালো যোদ্ধাকে মাঝেমধ্যে রিট্রেইট করতে হয়। স্যার আপনিই আমার অন্যতম ইন্সপিরেশন ছিলেন। কেন আল্লাহ ভালো মানুষগুলোকে তাড়াতাড়ি ডেকে পাঠান? দোয়া করি জান্নাতুল ফেরদাউসে আপনার নির্ধারিত জায়গায় আপনি থাকবেন। সানডে প্রোগ্রামে বললাম আপনার আরো একটা কোয়ালিটি লেফট আর্ম আনঅর্থডক্স বোলিং, লেফট আর্ম টেবিল টেনিস স্কিল। এটাও আপনাকে আদর্শ কনসিডার করার অন্যতম কারণ। দেশ আপনাকে মিস করবে চিরদিন”।
লিজেন্ড ড. জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছি আমরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
মাঈনুল ইসলাম নাসিম
(ইতালি প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক)