স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর আয়োজনে এবং জেলা পুলিশ, ময়মনসিংহের সহযোগিতায় আজ থেকে ময়মনসিংহে শুরু হলো ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম । বিকালের দিকে পাটগুদাম মোড় ও খাকডহর এলাকায় দুটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্রয়োজনে সাধারণ মানুষের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় ডাঃ এইচ এ গোলন্দাজ তারা,সমন্বয়ক (ময়মনসিংহ বিভাগ),করোনা মনিটরিং সেল, স্বাচিপ কেন্দ্রীয় পরিষদ,কার্যনির্বাহী সদস্য, স্বাচিপ কেন্দ্রীয় পরিষদ ও সাধারণ সম্পাদক, বিএমএ ও বিপিএমপিএ
-
আন্তরিক ধন্যবাদ জানান ময়মনসিংহ জেলা শাখা স্বাচিপ কেন্দ্রীয় পরিষদ এর সুযোগ্য মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ ও ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে।
এই ভ্রামমান মেডিকেল টিমের সদস্য স্বাচিপ এর আজীবন সদস্য মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মহিউদ্দিন খান মুন (টিম লিডার) ডাঃ আসিফ মোঃ ইমরান খান শুভ্র, ডাঃ সাজ্জাদ হোসেন, ডাঃ দেবাশীষ বিশ্বাস ও ডাঃ সোহেল আল মুজাহিদ সহ সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ বাহিনীর ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
ডাক্তারদের জন্য পিপিই সরবরাহ করার জন্য সিভিল সার্জন মহোদয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবায় সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা তিনি।
ডা: তারা গোলোন্দাজ বলেন,
জনগণের সেবায় সদাসর্বদা প্রস্তুত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ বাহিনী।