করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা যখন বাড়ছে, চীনের উহান শহরে তখন লাখ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে- যার কারণ প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল থেকে রোগটি ছড়িয়ে পড়া ঠেকানো। কিন্তু এই কঠিন সময়েও অনেক মানুষ একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
যে প্রতিবেশীরা আনন্দ ছড়িয়ে দেয়
এই ভয়াবহ রোগটির প্রাদুর্ভাব ঘটেছে এমন সময় যখন চীনের অন্যতম বড় একটি উৎসব চন্দ্র বর্ষ উদযাপন চলছে।
বিশেষ করে যখন ক্রিসমাস এবং থ্যাকসগিভিং তার সঙ্গে যোগ হয়েছে- সবমিলিয়ে অনেক আনন্দের ব্যাপার। অনেকের কাছে বছরের এটাই একমাত্র সময় যখন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয় এবং খাবার আর টাকাকড়ির মতো উপহার বিনিময় হয়।
ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে উহানের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার জন্য উৎসাহিত করা হয়েছে। কিন্তু শহরের একটি এলাকার কিছু ফ্ল্যাটের বাসিন্দারা নিজেদের আনন্দে ভরিয়ে তুলতে একটি পথ খুঁজে বের করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষজন তাদের জানালা থেকে ”উহান জিয়ায়ু” বলে চিৎকার করছেন, অনুবাদ করলে যার অর্থ হয় ”শক্ত থাকো উহান” অথবা ”চালিয়ে যাও উহান।”
এই বাক্যগুলো একটি ব্লক থেকে আরেকটি ব্লকে ছড়িয়ে যাচ্ছে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাসিন্দাদের চিৎকার শোনা যাচ্ছে।
এই বাক্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।
সামাজিক মাধ্যম ওয়েইবোতে এই বাক্য ”উহান জিয়ায়ু” এখন একটি ট্রেন্ডিং বাক্য।