দার্জিলিং থেকে মাত্র ৬ কিমি দূরে এক অসামান্য পার্বত্য সৌন্দর্যমণ্ডিত স্থান ছিবো।
এখানকার পাহাড়ের গায়ে গড়ে ওঠা বাড়িঘর দেখলে মনে হবে কাঠের বাক্স সাজানো রয়েছে পাহাড়ের ঢালে ঢালে।
চারদিকে ধূপি আর পাইনের অগভীর অরণ্য। রৌদ্রোজ্জ্বল দিনে অরণ্যের ফাঁক দিয়ে উঁকি দেয় হিমালয়ের রানি কাঞ্চনজঙ্ঘা।
দেখে মনে হতে পারে এ বুঝি বাস্তবের কোনও দৃশ্য নয়। বরং শিল্পীর ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকা কোনও অপরূপ ছবি বলে ভ্রম হয়।
জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা এগলে দূরপিনদারা ভিউ পয়েন্ট। সামান্য দূরে সিকিমের নামচি। পাহাড়ি গ্রাম ছিবোর প্রায় প্রত্যেক বাড়িতেই দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছ।
পাহাড়ের ঢালে স্থানীয় মানুষজনের জুম চাষও দেখতে দারুণ লাগে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৭০ কিমি দূরে এই ছিবো গ্রাম। এখানে থাকা খাওয়ার জন্য আছে বেশ কয়েকটি হোম স্টে পাওয়া যাবে।