বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ইতোমধ্যে ম্যারাডোনার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন
মুজিববর্ষ উপলক্ষে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাফুফে ভবনে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।
বাফুফে সভাপতি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যারাডোনাকে ঢাকায় নিয়ে আসবে বাফুফে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।”
জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার নিজেও ম্যারাডোনার বাংলাদেশে আগমন উপলক্ষে যথেষ্ট উৎফুল্ল। তিনি বলেন, “২০২০ সালে অনুষ্ঠিতব্য এই আয়োজনের বিষয়ে আমি বেশ আশাবাদী।”
আগামী বছর বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মুজিববর্ষ। বছরটিকে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ইতোমধ্যে ম্যারাডোনাকে ঢাকায় আনতে তার প্রতিনিধির সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, “দুই-তিনদিন আগে ম্যারাডোনার এজেন্ট আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছর জুন থেকে নভেম্বরের মধ্যে এক বা দুইদিনের জন্য বাংলাদেশে আসবেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”