করোনা পরিস্থিতি ও এর পরবর্তী অর্থনৈতিক মন্দা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নগদ অর্থ বিতরণ বিনামূল্যে খাদ্য বিতরণসহ চার স্তরের কর্মপন্থাও নির্ধারণ করেন তিনি। গণভবনে এক সংবাদ সম্মেলনে এই সব কর্মপরিকল্পনা জানান সরকার প্রধান।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতায় সরকারের নেয়া নানা উদ্যোগ আর করণীয় নিয়ে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। শুরুতেই বাংলাদেশসহ বিশ্ব করোনা পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই প্রস্তুত ছিলো বাংলাদেশ।
খেটে খাওয়া সাধারণ মানুষের জীবিকায় করোনার যে থাবা পড়েছে তা থেকে উত্তরণে নগদ অর্থ বিতরণ সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
দেশের শিল্প আর ব্যবসা বাণিজ্যকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে ৫০ হাজার কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণা দেন সরকার প্রধান। জানান, এর সুদের অর্ধেক দেবে সরকার। পরিস্থিতি মোকাবেলায় আমদানি রপ্তানি খাতেও স্বল্পসুদে ঋণ সহ রয়েছে নানা সুযোগ সুবিধা।
ত্রাণ সহায়তার যাতে কোনো অপব্যবহার না হয়, তার জন্য সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।