বায়ুদূষণের মতো শব্দদূষণও মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোলাহলজাতীয় শব্দদূষণের কবল থেকে সিটিবাসীকে রক্ষাকল্পে সিটি প্রশাসন ৩১১ নম্বরের মাধ্যমে বিভিন্ন এলাকার অভিযোগ সংগ্রহ করে থাকে। সংগৃহীত অভিযোগের ভিত্তিতেই সিটির কোনটি সর্বাপেক্ষা কোলাহলপূর্ণ এবং কোনটি শান্তিপূর্ণ এলাকা তা নির্ধারিত হয়ে থাকে।
প্রপার্টি কাব ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১১ নম্বরে প্রাপ্ত উচ্চশব্দ, হইচই এবং কোলাহলের ভিত্তিতে নিউইয়র্ক সিটির সর্বাপেক্ষা কোলাহল ও হইচইপূর্ণ এলাকা হিসেবে ব্রুকলিন বরো ও কুইন্সের তিনটি সড়ককে এবং সর্বাপেক্ষা শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে স্ট্যাটেন আইল্যান্ডকে চিহ্নিত করেছে।
সংস্থাটির প্রতিবেদন অনুসারে, উপরিল্লিখিত সময়ে ব্রুকলিন বরোতে হইচই ও কোলাহলের সর্বমোট ৭৩ হাজার ৭৪৪টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ৪৭ হাজার ২৮৬টি পাওয়া গেছে উচ্চশব্দের গান-বাজনা বা পার্টির হইচইয়ের। আর ভারী বস্তু দ্বারা আঘাত বা সশব্দে দরজা খোলার মতো অভিযোগ পাওয়া গেছে ১৯ হাজার ৭৭৯টি।
সিটির সর্বাপেক্ষা কোলাহলপূর্ণ ৫০টি এলাকা নিয়ে গঠিত তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে ব্রঙ্কস। ব্রঙ্কসে হইচই ও কোলাহলের সর্বমোট ৬৩ হাজার ৯৯৮টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৩৯ হাজার ৬৭৯টি পাওয়া গেছে উচ্চশব্দের গান-বাজনা বা পার্টির হইচইয়ের। বাকিগুলো ভারী বস্তু দ্বারা আঘাত বা সশব্দে দরজা খোলার মতো অভিযোগ।
ম্যানহাটনে সর্বমোট অভিযোগ পাওয়া গেছে ৫৬ হাজার ৭৪১টি। এসব অভিযোগের ৩২ হাজার ৬৯৯টি পাওয়া গেছে উচ্চশব্দের গান-বাজনা বা পার্টির হইচই সম্পর্কে।
কুইন্সে সর্বমোট অভিযোগ পাওয়া গেছে ৫৫ হাজার ৩২টি। এসব অভিযোগের ৩১ হাজার ৮০০টি পাওয়া গেছে উচ্চশব্দের গান-বাজনা বা পার্টির হইচইয়ের। কুইন্সের সর্বাপেক্ষা কোলাহলপূর্ণ স্ট্রিটগুলোর মধ্যে রয়েছে এস্টোরিয়ার এইটথ স্ট্রিট। এটি মূলত আদি আবাসিক এলাকা। এস্টোরিয়া হাউজেস কমিউনিটিতে সর্বমোট অভিযোগ পাওয়া গেছে ২ হাজার ৬৩৮টি। আর ভারী বস্তু দ্বারা আঘাত বা সশব্দে দরজা খোলার মতো অভিযোগ পাওয়া গেছে ৬৩৬টি, উচ্চশব্দে টেলিভিশন চালানোর অভিযোগ পাওয়া গেছে ৬৪টি।
মেডিসন স্ট্রিট এলাকায় অভিযোগ পাওয়া গেছে ২ হাজার ২৭১টি। এর মধ্যে সিংহভাগই উচ্চশব্দে গান-বাজনা ও পার্টি-বিষয়ক।
নবম স্ট্রিট এলাকায় অভিযোগ পাওয়া গেছে ২ হাজার ১৮৬টি। এর মধ্যে সিংহভাগই উচ্চশব্দে গান-বাজনা ও পার্টি-বিষয়ক। তালিকার দশম স্থান অধিকার করেছে ব্রঙ্কসের গ্র্যান্ড কনকোর্স। এখানে সর্বমোট অভিযোগ পাওয়া গেছে ২ হাজার ১১৯টি। এর সিংহভাগই উচ্চশব্দে গান-বাজনা ও পার্টি-বিষয়ক।
স্ট্যাটেন আইল্যান্ডে সর্বমোট অভিযোগ পাওয়া গেছে ৮ হাজার ৪০টি। এর মধ্যে ৫ হাজার ১১১টি ছিল উচ্চশব্দে গান-বাজনা, হইচই ও পার্টি-সংশ্লিষ্ট।
প্রতিবেদনে সেন্ট্রাল পার্কের উত্তরস্থ এডাম কেটন পাওয়েল জুনিয়র বুলেভার্ড এবং ওয়েস্ট ১৩১ স্ট্রিটকে সর্বাপেক্ষা নিরিবিলি এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।