নয়াদিল্লি : ঘরে আবদ্ধ থাকার গুরুদায়িত্ব পালন না করে কেউ যদি লকডাউনের সুবিধা নেন, তবে তা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল বলে মন্তব্য করেছেন বিরাট কোহলি। তাঁর মতে, গোটা বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার ভয়াবহতাকে উপেক্ষা করার উপায় নেই। তাই এবার অন্তত দেশবাসীকে জেগে উঠে যথাযথ দায়িত্ব পালনের আবেদন জানিয়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক।
করাল করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সার্বিক পরিস্থিতি বিচার করে ভারতে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। কিন্তু রাষ্ট্রীয় আইন উপেক্ষা করে বহু মানুষ এখনও অকারণে রাস্তায় বেরোচ্ছেন। ঘোরাঘুরি করছেন। সেই সব মানুষদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে তিনি জানিয়েছেন, ‘আমি বিরাট কোহলি। একজন ক্রিকেটার হিসেবে নয়, আজ আমি কথা বলতে এসেছি একজন ভারতীয় হিসেবে। লকডাউন পর্বের গত কয়েকদিনে আমি লক্ষ্য করেছি, লোকজন দল বেঁধে রাস্তায় বেরচ্ছে।
কারফিউ আইনের পরোয়া করছে না তারা। মানছে না লকডাউনের বিধিনিষেধও। মনে হচ্ছে, আমরা এখনও বিষয়টার গুরুত্বই উপলব্ধি করতে পারিনি। অথবা রোগটাকে হাল্কাভাবে নিচ্ছি। কিন্তু এটা উপেক্ষা করার বিষয় নয়। করোনার বিরুদ্ধে যে লড়াই চলছে, তাতে কোনও ঢিলেমির জায়গা নেই। কারণ বিপদ পৌঁছে গিয়েছে চরম সীমায়। তাই সরকার যা বলছে তা পুরোপুরি মেনে চলুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।’
সেই সঙ্গে কোহলি বলেন, ‘প্রত্যেকে অন্তত এই ক’টা দিনের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরামর্শ অনুসরণ করুন। একবার ভেবে দেখুন, আপনার অবহেলার কারণে যদি আপনারই পরিবারের কেউ করোনায় সংক্রমিত হন, তখন কেমন লাগবে! তাই আর চোখ বন্ধ করে থাকবেন না। এবার অন্তত জেগে উঠে যথাযথ দায়িত্ব পালন করুন। লকডাউন তখনই সফল হবে, যখন আমরা আইন মেনে সুনাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব নির্বাহ করব। দেশের স্বার্থে অন্তত এই কষ্টটুকু মাথা পেতে নিন। জয়হিন্দ।’ উল্লেখ্য, ভারতে করোনা ছড়িয়ে পড়ার সময় থেকেই ঘরবন্দি রয়েছেন কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা। কয়েকদিন আগে তাঁরা যৌথভাবে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় করোনা থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছিলেন। আবেদন জানিয়েছিলেন, বাইরে না বেরিয়ে বাড়িতে সময় কাটানোর জন্য। জনসচেতনতা গড়ে তুলতে এবার আরও কড়া বার্তা নিয়ে এগিয়ে এলেন বিরাট।
এই কঠিন পরিস্থিতিতে রূপক অবলম্বন করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আর এক ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ‘জাড্ডু’। তাতে অস্ট্রেলিয় ব্যাটসম্যান উসমান খাওয়াজাকে রান আউট হতে দেখা যাচ্ছে। পয়েন্ট রিজিয়নে দাঁড়িয়ে থাকা জাদেজার থ্রো সরাসরি নন-স্ট্রাইকিং এন্ডের উইকেটে আঘাত করে। খাওয়াজার ঢিলেঢালা মনোভাবের পরিণতি থেকে দেশবাসীকে শিক্ষা নিতে বলেছেন তিনি। জাদেজার কথায়, ‘করোনা যুদ্ধে নিজেকে রান আউট করে প্যাভিলিয়নে ফিরে এস না।’