শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে নেদারল্যান্ডসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নেদারল্যান্ডসে প্রায় ৪ বছর অত্যন্ত সফলতার সঙ্গে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে সম্প্রতি একটি বৈশ্বিক সংস্থায় উচ্চ পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া শেখ মোহাম্মদ বেলালের স্থলাভিষিক্ত হবেন তিনি।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় ওই নিয়োগের বিষয়টি অনুষ্ঠানিকভাবে জানানো হয়। বার্তা মতে, রিয়াজ হামিদউল্লাহ বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কূটনীতিক হিসেবে তিনি দিল্লি এবং নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া রিয়াজ হামিদউল্লাহ নেপালের কাঠমাণ্ডুতে সার্ক দপ্তরে দায়িত্ব পালন করার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক মাল্টিলেটারাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।