যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিলো ম্যাকডোনাল্ড
যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে বৃহত্তম খাবার চেইনশপ জায়ান্ট ম্যাকডোনাল্ড। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
ম্যাকডোনাল্ডের বিবৃতিতে বলা হয়, কর্মী ও ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সব মিলিয়ে ১ হাজার ২৩০টি বিক্রয়কেন্দ্র রয়েছে ম্যাকডোনাল্ডের। যেখানে ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কর্মরত।
প্রতিদিন কোটি ইউরোর বেশি লেনদেন হয় বিক্রয়কেন্দ্রগুলোতে। এর আগে, সব খাবার দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে বন্ধের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ নির্দেশনা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের ৮০ শতাংশই সরকারি কোষাগার থেকে দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এরপরই যুক্তরাজ্যে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে।