করোনাভাইরাসের কারণে ভ্রমণ ও পর্যটনে ধস নামার পর বিভিন্ন দেশের এয়ারলাইন্সে ফ্লাইট বাতিল বা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসছে প্রতিদিন। ভারতে ৫-২৫% বেতন কমানোর ঘোষণা করেছে ইন্ডিগো। সম্প্রতি গো এয়ারও বিনা বেতনে কর্মীদের বড় অংশকে ছুটিতে পাঠিয়েছে। বরখাস্ত করেছে সমস্ত বিদেশি পাইলটকে। টাইমস অব ইন্ডিয়া
কানাডার ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ এটিকে ‘সাময়িক’ উল্লেখ করে বলেছে, ৩৬০০ জনকে এয়ার কানাডা মেইনলাইন এবং ১৫৪৯ জনকে বেইজ থেকে ছাঁটাই করা হবে। টরেন্টো টাইম
অধিকাংশ এয়ারলাইন্স আগামী জুন মাসের মধ্যে ঋণখেলাপি কোম্পানিতে পরিণত হচ্ছে।
ইথিওপিয়া এয়ারলাইন্স ইতিমধ্যে ১৯০ মিলিয়ন ডলার ক্ষতির কথা জানিয়েছে। ব্লুমবার্গ
বিভিন্ন এয়ারলাইন্সের শত শত বিমান পড়ে আছে। শিপমেন্ট বাতিল। হোটেল-রেঁস্তোরা খালি। এয়ারলাইন্স ব্যবসায় চাহিদা ব্যাপক হ্রাস পাওয়ায় তেলের দরও পড়ে গেছে। স্ট্রেইট টাইমস্ সম্পাদনা : মোহাম্মদ রকিব