শুক্রবার, একের পর এক টুইট করেন চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও। তার বিস্ফোরক দাবি, আমেরিকাই এই ভাইরাসের জন্ম দিয়েছে। তাদের সেনা করোনা ভাইরাস নিয়ে এসেছে উহানে।
ইতিমধ্যে উহান প্রদেশে ব্যাপক সংক্রমণ ছড়ানোয় চীনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটিকে শি জিনপিং সরকারের দায়িত্বহীন কা- বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। এবার বেজিংয়ের পাল্টা তোপ, নিজের ঘর সামলাক আমেরিকা।
টুইটে লিজিয়ান ঝাও জানান, চিনে প্রবাদ আছে যখন তুমি সমস্যায় পড়বে, সমস্যার গভীরে ঢুকে পরীক্ষা করা উচিত। করোনা মোকাবেলায় চীন সেই পথেই হাঁটছে। বিশ্ব যখন চীনের প্রশংসা করা হচ্ছে, তখন মার্কিন কর্মকর্তারা দোষারোপ করতেই ব্যস্ত।