করোনাভাইরাসে মার্কিন অর্থনীতি ফিরে গিয়েছে ২০০৮ ও ২০০৯ সালের মন্দায়। অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে এমনটাই বলছেন মার্কিন অর্থনীতিবিদরা। আরটি
ঘরে আটকা পড়েছে সাড়ে ৭ কোটি মার্কিন নাগরিক, ভ্রমণ, হোটেল, রেঁস্তোরা, স্পোর্টস, সিনেমা, বিনোদন কোম্পানি বন্ধ যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংস্কৃতি পাল্টে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি গাড়ি কোম্পানি জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াট ক্রিসলার কার্যত উৎপাদন বন্ধ করার দিকে আগাচ্ছে।
গোল্ডম্যান স্যাকস এর অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্প প্রশাসনকে এমন সব উদ্যোগ নিতে হবে যাতে আগামী দুই প্রান্তিকে মার্কিন অর্থনীতি ১০ ও ১২ শতাংশ বৃদ্ধি ঘটতে পারে। এবং তা হলেই কেবল অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব।
তবে জেপি মরগ্যানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান মনে করেন মার্কিন প্রবৃদ্ধি ১৪ শতাংশ হ্রাস পেতে পারে। যা ২০০৮ সালের মন্দার সবচেয়ে খারাপ তিন মাসে ঘটেছিল। একই সঙ্গে চলতি বছরের মাঝামাঝি মার্কিন অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে বলে এখনো তিনি আশাবাদী।
সেন্টার ফর ইকোনোমিক অ্যান্ড পলিসি রিসার্চ এর সিনিয়র অর্থনীতিবিদ ডিয়ান ব্যাকার বলেন অর্থনীতির পুনরুদ্ধার নির্ভর করছে কতটা কার্যকর ‘লকডাউন’ করা সম্ভব হবে তার ওপর। দুই-তিন সপ্তাহ হলে ভিন্ন কথা কিন্তু এধরনের অচলাবস্থা যদি প্রান্তিক গড়ায় তাহলে আরো খারাপ কিছু দেখার জন্যে আমাদের অপেক্ষা করতেই হবে। ওয়াশিংটন পোস্ট।