চীনের উহানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ইমশিয়াত শরীফ।
শিক্ষার্থী ইমশিয়াত শরীফের আবেগময় স্ট্যটাসটি ঢাকা ট্রিবিউনের পাঠকদের জন্য তুলে ধরা হলো
প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ঠেকাতে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানসহ ১৪টি শহরের প্রবেশদ্বার কার্যত “তালাবদ্ধ” করে দিয়েছে চীন প্রশাসন।
সরকারের কঠোর নির্দেশ, এসব শহর থেকে বাইরের কেউ শহরে এবং ভেতরের কেউ বাইরে যেতে পারবে না। এছাড়া শহরগুলোর সব সিনেমা হল, রেস্তোরা, বার (মদের দোকান), সুপারশপ ইত্যাদিও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের গণজমায়েত।
চীন সরকারের ব্যাপক কড়াকড়ির মধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভারতসহ ১৩ দেশে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৪৪ জন।
এমন পরিস্থিতিতে উহানে আটকে পড়েছে ২৪৫ বাংলাদেশি শিক্ষার্থী। ফলে তারা যেমন করোনাভাইরাসের আতঙ্কে রয়েছেন, একইভাবে দেশে তাদের স্বজনেরা যেমন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে চীনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আশার খবর হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইতোমধ্যেই চীনের সাথে দেনদরবার শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংগৃহীত