করোনাভাইরাসের প্রতিষেধক খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
চলতি মাসের শেষের দিকেই করোনা আক্রান্ত রোগীরা এই ওষুধের সফল ব্যবহার শুরু করতে পারবে বলছেন অধ্যাপক ডেভিড প্যাটার্সন এবং তার দল।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে অধ্যাপকে ডেভিড প্যাটার্সন বলেন, করোনা রোগের এই প্রতিষেধক সফল হবে এবং মানুষকে সুস্থ করে তুলবে। দুইটি রোগের ওষুধ দিয়ে তৈরী করা হয়েছে করোনার এই প্রতিষেধক। এইচ আইভি এবং ম্যালেরিয়ার ওষুধ নিয়ে তৈরী হয়েছে প্রাণঘাতী করোনার ওষুধ।
করোনার এই প্রতিষেধকের খবর বিশ্ববাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫০ জন মানুষ। মরণঘাতী করোনায় সারা বিশ্বে ৬৫০০ মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ১লাখ ৬৯ হাজার মানুষ।