প্রেস বিজ্ঞপ্তি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ ই মার্চ, ২০২০ থেকে ‘মুজিব বষর্’ শুরু হয়েছে। আগামী এক বছর সমগ্র বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে ‘মুজিব বর্ষ’। সারা বাংলাদেশ এর মত ন্যাশনাল ব্যাংক লিমিটেড মুজিব শতবর্ষ উদযাপন করছে। ১৮ই মার্চ সকাল ১০টা থেকে ১০:১০ মিনিট পর্যন্ত ১০ মিনিট ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বস্ব কার্যালয়ের সামনে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত অবস্থায় পতাকা নেড়ে মুজিব বর্ষকে স্বাগত জানায়। ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম এ ওয়াদুদ এবং এ এস এম বুলবুল, উপ-ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী প্রধান কার্যালয়ের নিচে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে মিসেস পারভীন হক সিকদার এমপি সকলকে নিয়ে বোর্ড রুমে মুজিব শতবর্ষের কেক কাটেন। একই সময়ে সারা দেশব্যাপী ব্যাংকটির ২০৯টি শাখা এবং ১৪ টি উপশাখায় একযোগে মানববন্ধন এবং কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন করা হয়।