বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জাফর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষের মধ্যে স্বাধীনতাবোধ তৈরি হতে থাকে। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর আহ্বানেই সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিপীড়িত কোটি বাঙালি। তার সেই ঘোষণায় বাঙালি হয়ে উঠেছিলেন লড়াকু এক বীরের জাতি। অর্জিত হয়েছিল স্বাধীনতা।
সভাপতি জাফর আলম তার বক্তব্যে বলেন, বিশ্ব ও মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে কেবল বঙ্গবন্ধুকেই নয়, তার সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতার আদর্শগুলোকেও হত্যার অপচেষ্টা চালানো হয়েছিল। মুছে ফেলার অপপ্রয়াস চলেছিল বাঙালির বীরত্বগাথার ইতিহাসও। সুতরাং এই ইতিহাসকে সুন্দরভাবে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু কর্নারের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে কমার্স ব্যাংকের নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।