পর্যটকদের জন্য দুঃসংবাদ। করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে ডিজনি পার্ক ও ডিজনির প্রমোদতরী পরিষেবা। নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দিয়েছেন ডিজনি কর্তৃপক্ষ। আজ থেকেই কার্যকর হবে এই নির্দেশিকা। করোনার সংক্রমণ রুখতে বিভিন্ন দেশে বিশাল জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সরকার। তাই পর্যটনের অন্যতম আকর্ষণ ডিজনিপার্কগুলি বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
টোকিওর পর ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট, প্যারিসের অন্যতম আকর্ষণ ডিজনির প্যারিস রিসোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শেষ থেকে বন্ধ রাখা হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক ও ক্যার্লিফোর্নিয়ার ডিজনিল্যান্ড অ্যাডভেঞ্চারও। একইসঙ্গে সাময়িকভাবে ক্রুজ লাইন পরিষেবাও স্থগিত রাখা হচ্ছে।
৩১ মার্চ পর্যন্ত এই থিম পার্কগুলি বন্ধ রাখা হবে বলে জানা যায়। তবে আগামি সোমবার পর্যন্ত ডিজনির হোটেলগুলি আপাতত খোলাই রাখা হবে, যাতে পর্যটকরা সমস্যায় না পড়েন।