ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর যোগাযোগ সচিব করোনায় সংক্রমিত হওয়ায় প্রেসিডন্ট নিজের টেস্ট করিয়েছেন৷ তার টেস্টের ফল এখনো জানা যায়নি৷ বলসোনারোই কয়েক সপ্তাহ আগে করোনা সংকটকে ‘উদ্ভট কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছিলেন৷